প্রকাশিত: Sun, Jul 16, 2023 11:05 PM আপডেট: Sun, Jan 25, 2026 10:31 PM
[১]মাগুরায় আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতেই বিএনপি নেতা চাঁদের ওপর হামলা, ১ পুলিশ আহত
মো. সাইফুল্লাহ: [২] রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
[৩] আবু সাঈদ চাঁদের আইনজীবী ওয়াসিকুর রহমান কল্লোল জানান, মাগুরা সদর আদালতে একটি মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতিকে হাজির করলে যুবলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করে। পরে আদালতে তার জামিন এবং রিমান্ডের আবেদন করা হলে ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুর কবির সোমবার দিন ধার্য করে তাকে মাগুরা কারাগারে রাখার নির্দেশ দেন।
[৪] মাগুরা থানার ওসি সেকেন্দার আলী জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলার আসামি আবু সাঈদ চাঁদকে আদালতে ঢোকানোর সময় উত্তেজিত জনতা রাজাকার শ্লোগান দিয়ে জুতা স্যান্ডেল নিক্ষেপ করে। এসময় পুলিশের হাবিলদার মফিজ আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
মিডিয়ার উচিত একপেশে না হয়ে প্রতিটি খবরের মুদ্রার এপিঠ ওপিঠ সুন্দরভাবে ব্যাখ্যা করা ওয়াসি মাহিন, ফেসবুক থেকে: আমাদের আসলে কোন ধারণা না থাকলেও মন্তব্য করতে বাধা নেই। যেই ব্যক্তি জীবনে পদ্মা সেতুর মর্ম বুঝবে না তাকে বলতে শুনেছি, প্রতিটা পিলারের খবর কেন পত্রিকায় আসে? রপ্তানি আমদানি সম্পর্কে না বুঝলেও মন্তব্য করতে পিছুপা হচ্ছি না।
এর একটা কারণ অবশ্য আমার জানা আছে। সেটি হল মিডিয়ার ভূমিকা এবং আমাদের ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যাবস্থা। একটি দেশের চলমান হাল হকিকত জানতে মিডিয়ার গুরুত্ব অনেক। আমার মনে হয় এখানে আমাদের মিডিয়া সঠিক কাজটি করছে না। কেউ পক্ষের দালালি করেই যাচ্ছে। কেউ বিপক্ষের।
এগুলা থেকে মুক্তির উপায় আমার জানা নেই। তবে আমার একটি স্বতন্ত্র পদ্ধতি আছে। প্রথমত কোন সেনসিটিভ বিষয় মিডিয়ায় আসলে আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাই না। তাৎক্ষণিক কোন ইস্যু আমি বিশ্বাস করি না। মূল ব্যাপার হল, যে কোনো খানে যা দেখি; কোনটাই আমার নিজস্ব চিন্তাকে প্রভাবিত করে ফেলবে সেই সুযোগ আমি দেই না। এর দারুণ ফল পাই।
চিন্তার স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য প্রথম যেটি দরকার, সেটি হল কৌতুহলী প্রভাবমুক্ত মন।
হতাশার চর্চা খুব খারাপ জিনিস। কোন বিষয় আংশিক জেনে মন্তব্য করতে যাওয়াও অপরাধ।
পুরো লেখাটি পড়ুন ৫ এর পাতায়।